1. admin@mannanpresstv.com : admin :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিক্ষার্থীদের দখলে - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিক্ষার্থীদের দখলে

টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৪৪ Time View

সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যার প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের মুক্তি এবং ৯ দফা দাবিতে হাজার হাজার ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিক্ষোভ মিছিল শেষে বৃষ্টির মধ্যেই ভিজে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে। তারা শনিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় অবরোধ করে। এসময় সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এসময় শিক্ষার্থী, অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আন্দোলনে অংশ নিয়েছেন। এরআগে আন্দোলনকারীরা বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নজরুল সরণি সড়কে সমাবেশ করে।

   কর্মসূচি চলাকালে পুলিশ, র‌্যাবসহ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা যাচ্ছে।

এদিকে, জেলার সখীপুরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষ বাঁধলে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ছুঁড়ে।

টাঙ্গাইলের জেলা প্রশাসন মো. কায়ছারুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ধৈর্যসহকারে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD