1. admin@mannanpresstv.com : admin :
কুমিল্লা ০৯, লাকসাম-মনোহরগঞ্জ বিএনপি আজিম - কালামের দ্বন্দ্বে জনপ্রিয়তার শীর্ষে ড. রশিদ আহমেদ হোসাইনী - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

কুমিল্লা ০৯, লাকসাম-মনোহরগঞ্জ বিএনপি আজিম – কালামের দ্বন্দ্বে জনপ্রিয়তার শীর্ষে ড. রশিদ আহমেদ হোসাইনী

কুমিল্লা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

কুমিল্লা প্রতিনিধি
গ্রুপিং দ্বন্দ্বে দিশেহারা লাকসাম মনোহরগঞ্জ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। প্রভাব আর আধিপাত্য নিয়ে হরহামেশা ঘটছে সংঘর্ষের ঘটনা। আগামী সংসদ নির্বাচনে লাকসাম-মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য কর্নেল অব. এম আনোয়ারুল আজিম, বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, যুবদলের সাবেক কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনীসহ আরো কয়েকজন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম এবং বিএনপির সাবেক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কর্নেল অব. এম আনোয়ারুল আজিম গ্রুপিংয়ের আগুনে পুড়ে ছাই হচ্ছে লাকসাম- মনোহরগঞ্জ বিএনপির নেতাকর্মীরা।

নেতাদের ক্ষমতা আর নেতৃত্বের দ্বন্দ্বে দিশেহারা তৃণমূলের ত্যাগী কর্মীরা, হতাশায় ডুবছে সমর্থক গোষ্ঠী। আধিপাত্য বিস্তার নিয়ে বিভিন্ন স্থানে সংঘাতে জড়িয়ে পড়ছে দুই গ্রুপ।

অন্যদিকে ড. হোসাইনি কোনো গ্রুপিংয়ে না জড়িয়ে দলের সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছেন।
জানা যায় ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এলাকায় বিএনপিতে দুই গ্রুপের দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছে। কেউ কাউকে কোনো কিছুতেই ছাড় দিতে রাজি নয়। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেছে।
আজিম-কালাম গ্রুপের দ্বন্দ্বের জের ধরে লাকসাম মনোহরগঞ্জে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায় সম্প্রতি লাকাসামে আবুল কালাম গ্রুপের বিএনপির সাবেক আহবায়ক আবদুর রহমান বাদলের উপর হামলার ঘটনা ঘটে, এতে আবদুর রহমান বাদলকে পিটিয়ে রক্তাক্ত করা হয়।
এছাড়া যুবদলের কাউন্সিল করাকে কেন্দ্র করে গত মঙ্গলবার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের একটি সাংগঠনিক টিম লাকসামে প্রতিনিধি সভায় অংশগ্রহণ করার কথা জেনে অন্য গ্রুপও তাদের সভায় যোগদানের অনুরোধ করেন। দুপুরে জেলা যুবদলের সাংগঠনিক টিমের নেতৃত্বে আবুল কালাম গ্রুপের কার্যালয়ে যুবদলের প্রতিনিধি সভা শুরু হয়।
এ সময় কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম গ্রুপের নেতাকর্মীরা দৌলতগঞ্জ বাজারে মিছিল বের করেন। মিছিলটি দৌলতগঞ্জ উত্তর বাজার প্রদক্ষিণকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে দোকানপাট বন্ধ করে দেন। পরে সেনাবাহনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর বাজার, আশিরপাড় বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে, এতে বিএনপির উভয় গ্রুপের ১২ জন আহত হলেও কোনো গ্রুপই মামলা পর্যন্ত যায়নি। গত ২০ ডিসেম্বর উপজেলার সরসপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে উভয় গ্রুপের মধ্যে ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষ পরে মনোহরগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও উত্তেজনা বিরাজ করছে।
এছাড়া গত ২১ নভেম্বর মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে জনসভার ডাক দেয় লাকসাম মনোহরগঞ্জ সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম গ্রুপ। জনসভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিনসহ জেলা নেতাদের অতিথি করা হয়। জনসভায় জেলা নেতাদের আগমনে তাদের স্বগত জানানোর নামে রাস্তার দুপাশে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় সাবেক সংসদ সদস্য কর্নেল অব. এম আনোয়ারুল আজিম গ্রুপ। এনিয়ে দুই গ্রুপের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে নিশ্চিত সংঘাতের ভয়ে আতংকিত হয়ে পড়ে সাধারণ মানুষ। ওই কর্মসূচিতে নিশ্চিত সংঘাত হওয়ার আশংকায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে কর্মসূচি স্থগিত ঘোষণা করে আজিম গ্রুপ, এতে নিশ্চিন্তে জনসভা করে কালাম গ্রুপ।
২ জানুয়ারি মনোহরগঞ্জে যুবদলের সাংগঠনিক সভাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ এবং ৮ টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ২০জন আহত হয়েছে।
মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে উপজেলা যুবদলের সাংগঠনিক সভার আয়োজন করে সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম গ্রুপের উপজেলা যুবদল। সভা প্রতিহতের ঘোষণা দেন সাবেক সংসদ সদস্য কর্নেল অব. এম আনোয়ারুল আজিম গ্রুপ। এনিয়ে মিছিল পাল্টা মিছিলে সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেলে সভা শেষ পর্যায়ে গেলে আজিম গ্রুপের কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে অডিটোরিয়ামের দিকে আসলে উভয় গ্রুপে সংঘর্ষ বেঁধে যায়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বৃষ্টির মতো ছুড়তে থাকে ইটপাটকেলের আঘাতে যুবদল নেতা মোঃ মমিন, ফয়েজ আহমেদ, জসিম উদ্দিনসহ বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে সেনাবাহিনী পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাম না প্রকাশ করার শর্তে বিএনপির নেতাকর্মীরা বলেন, লাকসাম মনোহরগঞ্জ আসনে আজিম কালামের পাশাপাশি আরেক মনোনয়ন প্রত্যাশী ড. রশিদ আহমেদ হোসাইনি। তারা বলেন সংসদীয় কুমিল্লা-৯ আসনভুক্ত লাকসাম মনোহরগঞ্জে বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম গ্রুপ ও সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম গ্রুপ নিজেদের আধিপত্য ও এলাকায় শক্ত অবস্থান প্রমাণের জন্য প্রকাশ্যে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছে। ব্যতিক্রম শুধু ড. হোসাইনি, তিনি দ্বন্দ্ব সংঘাতে না জড়িয়ে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার জন্য বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে যাচ্ছেন।
জানা যায় ৫ আগস্টের পর থেকেই নানা কর্মসূচি দিয়ে সেটি সফল করতে আজিম, কালাম গ্রুপের নেতাকর্মীরা বেশ তৎপর। উভয় গ্রুপের এসব কর্মসূচি বাস্তবায়নে সংঘাতে জড়িয়ে পড়ছে দুই গ্রুপ। উভয় গ্রুপের এমন কর্মসূচি চলমান থাকলে এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে বলে আশংকা রয়েছে দলীয় তৃণমূল নেতাকর্মীদের মাঝে। তারা বলেন দুই গ্রুপের চরম দ্বন্দ্বের সুযোগ নিতে পারেন লাকসাম মনোহরগঞ্জ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনি। ইতোমধ্যে ড. হোসাইনি লাকসাম মনোহরগঞ্জের বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে যাচ্ছেন। দ্বন্দ্ব সংঘাতে না জড়িয়ে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন হোসাইনি। তৃণমূলের অনেক নেতাকর্মী বলেন কর্নেল আজিম শারীরিকভাবে অনেক অসুস্থ, আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে আর আবুল কালামের বিরুদ্ধে রয়েছে ভোটে নৌকার পক্ষে কাজ করাসহ দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করার নানা অভিযোগ। এসব নিয়ে তৃণমূলের শান্তি প্রিয় নেতাকর্মীরা তাদের থেকে মুখ ফিরিয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ কর্মীবান্দব নেতা হিসেবে পরিচিত হোসাইনির দিকে ঝুকে পড়ছেন। আগামী নির্বাচনে আজিম কালামের পাশাপাশি ড. হোসাইনিও মনোনয়ন দৌড়ে শক্ত অবস্থানে থাকবেন বলে মনে করেন দ্বন্দ্ব সংঘাতে ত্যক্ত বিরক্ত বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। রাজনৈতিক ভারসাম্য রক্ষায় আগামী দিনে দলীয় গ্রুপিং নিরসনের লক্ষে বিএনপির হাইকমান্ডের লক্ষ্য রাখার দাবি জানান তৃণমূল কর্মী সমর্থকরা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD