ভালো নেই দেশ, ভালো নেই কেউ, আজকাল
দুঃশ্চিন্তায় কাটে
দিবস-রাত্রি; বড্ডো বেহাল দিনকাল
হাটে-মাঠে-ঘাটে বাটে।
চারিদিকে ঘটে হত্যাযজ্ঞ, অপরাধ,
চকিতে চলছে ‘মব’;
ভেবে যাই যতো অন্তরে জাগে অবসাদ-
মৃত্যুর উৎসব।
দেহের ভেতরে, রোমকূপে উঠে শিহরণ!
বাড়ছে চঞ্চলতা।
গণতন্ত্রের জন্য যুদ্ধ আমরণ,
এই পণ- সারকথা।
অমরাবতীর স্বপ্ন দেখিয়ে গতবার
এসেছিলো সাধুবেশে
কিছু লোকজন, যেমন এসেছে বারবার
শ্যামল বাংলাদেশে।
এসেছে সেনানী, অনির্বাচিত সুশীলেরা,
বাড়িয়েছিলো হতাশা;
ধ্বংস করেছে নীতি, করে গেছে ছেড়াবেড়া
আমাদের সব আশা।
মুক্তির পথে যুক্তিবিহীন কলকথা-
ধর্মের কথা বলে
কেউ মানুষের মনে স্বর্গের ব্যাকুলতা
বাড়ায় অতুল ছলে।
বামপন্থীর সমাজতন্ত্র- কাঁচকলা,
স্বপ্ন বুনছে শুধু;
গর্জন করে সারমেয়রূপে সারাবেলা,
চায় ক্ষমতার মধু।
কোথায় সবাই! শোনো, ওই ডাকে তর্জনী,
জমায়েত হও ফের;
একাত্তরের মুক্তিযোদ্ধা অগ্রণী!
ভাঙো শোষণের জের।