মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মনোহরগঞ্জ উপজেলা জামায়াত।
শুক্রবার উপজেলা সদরে জামায়াত কার্যালয়ের সামনে উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য, মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ। প্রধান অতিথি বলেন স্বৈরাচারী শাসন বিলুপ্ত করতে সংষ্কার এবং পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবেনা। পিআর পদ্ধতি এদেশের জনগণের দাবি এই দাবি আদায়ে আমাদের কেন্দ্র ঘোষিত ৫ দফা বাস্তবায়ন ছাড়া আগামী সংসদ নির্বাচন হবেনা। তিনি বলেন যারা আমাদের উপর অত্যাচার, নির্যাতন, শোষণ করেছে তাদের বিচার করতে হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করতে আমরা জীবন দিতে প্রস্তুত। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চাঁদাবাজমুক্ত বাংলাদেশ অতএব চোখ রাঙাবেননা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ ফয়েজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিন, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, আবদুল্লাহ আল নোমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, কেফায়েত উল্লাহ কাসফিসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।