মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা যুবদল আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু।
উপজেলা যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইলিয়াস পাটোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম বাচ্চু, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। বক্তারা বলেন, “ঐক্যের বিকল্প কিছু নেই। সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি শরিফ হোসেন চেয়ারম্যান, দপ্তর সম্পাদক জিএম আহসানুল্লাহ, যুবদল নেতা আবুল বাসার, বাহারুল আলম বাবর, ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম মেহেদী, যুবদল নেতা হাসান পাটোয়ারী, আরিফুর রহমান প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।