মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সরসপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কুমিল্লার মনোহরগঞ্জে কেন্দ্র ভিত্তিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে উপজেলা সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি এবং কুমিল্লা ৯ মনোহরগঞ্জ লাকসাম আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জামায়াতে ইসলামী কোরআন ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। আমরা পরিবর্তন চাই অর্থব্যবস্থার, পরিবর্তন চাই রাষ্ট্র ব্যবস্থার, পরিবর্তন চাই অর্থব্যবস্থার যা সুদের উপর নির্ভর করে আছে।
তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে ইসলামি শাসন প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। আর তখন বন্ধ হয়ে যাবে মাস্তানি, চাঁদাবাজি। ইসলামি শাসন ব্যবস্থা কায়েম হলে মানুষ ফিরে পাবে তার মর্যাদা আর এসব প্রতিষ্ঠা করতে পারলেই বাংলাদেশ হবে একটি কল্যাণ রাষ্ট্র।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, জামায়াতের উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান, সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিন, সরসপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাকসুদুল আলম।
মাওলানা মোশাররফের সভাপতিত্বে এবং মোহাম্মদ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় কর্মী সমাবেশে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোহাম্মদ উল্লাহ, মোঃ সহিদ উল্লাহ প্রমুখ।
