কবি –মজিবুর রহমান এর কবিতা // রাজা
মনটা আমার চনমনে তাজা
হতে চাই বীর বাহাদুর রাজা
করতে এই বসুন্ধরা শাসন।
হতে চাই বীর আলেকজান্ডার
নেপোলিয়নের মতোই শানদার
জগৎ সভায় এক শ্রদ্ধাভাজন ।
সাদা কাগজে আঁকি আলপনা
মাথার যতসব উদ্ভট কল্পনা
থরে থরে সব সাজাই গুছাই।
অন্তরের কালি ফ্যাকাসে নীল
প্রাণহীন ছবি যত করে কিলবিল
মরুভূমির পাতাহীন বৃক্ষ ছায়ায়।
ভাবি সিংহের মতো হবো রাজা
দুর্জন সবে দেবো কঠিন সাজা
পেলে তাদের অন্যায় অপরাধ।
কিন্তু মনের জোরের অভাবে
উদ্যমহীন কুটিল সব স্বভাবে
মেটাতে পারি নাই মনের সাধ!
অন্তর বনে কেবল কাটি সাঁতার
বড়োই দুর্বল সবকিছু আমার
রাজা হওয়ার নেই ন্যায্যতা।
সৌর্যবীর্যে বেশ অপাঙ্গ আমি
নেই নৃপতি হওয়ার গুন দামি
গৃহকোণে সময় কাটাই অগত্যা।
কথায় কর্মে নেই কোনো মিল
অলসতায় এক প্রকাণ্ড শীল
সঙ্কাময় শকটে ধীর চলমান।
আমি আপন সুখের সওদাগর
নিজ হিত সাধনের বড় কারিগর
কালাহারির পথে আছি ধাবমান।