1. admin@mannanpresstv.com : admin :
আগুনের মতো জ্বলে উঠুক-শান্তা কামালী - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

আগুনের মতো জ্বলে উঠুক—শান্তা কামালী

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৫২ Time View
আগুনের মতো জ্বলে ওঠুক
কবিদের কণ্ঠস্বর..
সাইক্লোন এর বেগে ঝলসে ওঠুক
কবিতার শব্দ;
অলস মস্তিষ্কে উৎপাদিত হোক
সমাজ উন্নয়নের কথা….
উন্মাদ বিশ্বের কানায় কানায় জ্বলে
উঠুক প্রতিবাদের ঝড়,
হৃদয়ের গহ্বরে ন্যায়ের পতাকার
উড়ুক পতপত করে।
মনোবলের অভাব এক ধরনের
দূর্বলতা সৃষ্টি করে…
নিজেরই অজান্তে।
দৃঢ় মনোভাব সঞ্চিত হোক প্রতিটি
সচেতন মানুষের ভেতর;
চেতনার বারুদ এনে দিক
সমুদ্র গহীন শব্দভাণ্ডার,
কলতানে উড়ে-আসা
বালিহাঁসের হৈ-হুল্লোড় নয়,
সময়ের মুখোমুখি হোক
নির্লজ্জ মেধার অবক্ষয় ।
সহযোগিতার হাত প্রবল বেগে ছুটুক..
দুর্বল হয়ে পড়ে যাবে অন্যায়কারীর অস্ত্র।
ঝড়ের পরে,
আমি শুধুই গ্রহীতা..
কুড়িয়ে নেবো কিছু শব্দ..
রেখে যাবো বইয়ের পাতায় পাতায়..
যুদ্ধ নয়,শান্তি র বাণী
কিছু কবিতার আকারে ;
পরবর্তী প্রজন্মের জন্য।।
৬/৩/২৪ সিলেট সদর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD