আগুনের মতো জ্বলে ওঠুক
কবিদের কণ্ঠস্বর..
সাইক্লোন এর বেগে ঝলসে ওঠুক
কবিতার শব্দ;
অলস মস্তিষ্কে উৎপাদিত হোক
সমাজ উন্নয়নের কথা….
উন্মাদ বিশ্বের কানায় কানায় জ্বলে
উঠুক প্রতিবাদের ঝড়,
হৃদয়ের গহ্বরে ন্যায়ের পতাকার
উড়ুক পতপত করে।
মনোবলের অভাব এক ধরনের
দূর্বলতা সৃষ্টি করে…
নিজেরই অজান্তে।
দৃঢ় মনোভাব সঞ্চিত হোক প্রতিটি
সচেতন মানুষের ভেতর;
চেতনার বারুদ এনে দিক
সমুদ্র গহীন শব্দভাণ্ডার,
কলতানে উড়ে-আসা
বালিহাঁসের হৈ-হুল্লোড় নয়,
সময়ের মুখোমুখি হোক
নির্লজ্জ মেধার অবক্ষয় ।
সহযোগিতার হাত প্রবল বেগে ছুটুক..
দুর্বল হয়ে পড়ে যাবে অন্যায়কারীর অস্ত্র।
ঝড়ের পরে,
আমি শুধুই গ্রহীতা..
কুড়িয়ে নেবো কিছু শব্দ..
রেখে যাবো বইয়ের পাতায় পাতায়..
যুদ্ধ নয়,শান্তি র বাণী
কিছু কবিতার আকারে ;