মনের সবুজ অরন্য পুড়ে গেছে বহুবছর আগে,,
অরণ্য পোড়ার গন্ধ ছেয়ে যায়নি কোথাও,
পুড়ে যাওয়া ছাই মাড়িয়ে আবারও,,,,,,,
সবুজ ঘাসের জন্ম নেয়া।
সীমাহীন যন্ত্রনাভোগ শেষে একদিন
নিজ অস্তিত্বের ভেতর ভালোবাসা জেগে ওঠা,
মনস্তাত্ত্বিক ভাবনায় ঘাসফুল গহীন বনে
সবুজ পাতার ফাঁকে আকাশের তারা ওঠা দেখে
থালাভর্তি তারাগুলোর মাঝে উজ্জ্বল তারাটি,
একদিন সাহিত্য আকাশে জ্বলজ্বল করবে।
তারার অনেক নিচে কাঁচপোকা হয়ে,
মেঘদূতের অপেক্ষায় সবুজ আলো দিয়ে যাচ্ছি।
মলিন দূর্বাঘাসে নরম আলো ফেলে যায় মেঘ,
ব্লিজার্ড ঝড়ে হৃদয় পোড়ার আগুন নিভে যায়।
বারান্দার ওপাশে গোছানো সেন্টার টেবিলে
খবরের কাগজে মিথ্যে চোখ রাখা আর,,,,,,
উষ্ণ বুকের ভাঁজে বদলে যাওয়া পৃথিবী,
পৃথিবীর সমস্ত সুখ নেমে আসে মেঘের ফোঁটা ফোঁটা বৃষ্টিতে।
উদ্ধরণ চিহ্নের মধ্যে থাকে ভালোবাসা।
অরণ্য পোড়া গন্ধের চেয়ে হৃদয় পোড়ার গন্ধ অনেক বেশি।
তবুও পুড়তে অনেক সময় ভালোই বাসি।