নারী মায়ের প্রতিচ্ছবি
রৌদ্রেরঝাঁজে এক আকাশ ছায়া
সহিষ্ণুতার সবটুকু ওম
আঁচলে একসমুদ্র মায়া।
.
নারী ছুটে চলা এক নদী
ক্লান্তি শেষে প্রশান্তির আশ্রয়
নারী সুরভিত একটি ফুল
যার বুকে জমা সমস্ত বিনয়।
.
নারী, কন্যার হাস্যোজ্জ্বল মুখ
ঔরসজাত এক বটগাছ
নারী, জীবন পথের অবলম্বন
আমায় করে গোছগাছ।