আমার বুকে আগুন জ্বালালে,
চোখের পাতায় অশ্রু ঝরালে।
ক্ষমা চেয়েও হলো না পাওয়া
তোমাতে আমাতে স্বর্গীয় চাওয়া।
আমি ভেবেছি যন্ত্রণা সয়েছি
না মিটিতে আশা ভেঙেছে খেলা
মৃদঙ্গ বাজে সন্ধ্যাবেলা।
বহুদিন হলো কেটেছে বেলা
এখনো আমি পাইনিকো সাড়া
তোমার পথের বিস্তীর্ণ ধুলা।
আমি যে নারী,মুখে তো বলতে নারি
বুকফাটে অশ্রু ঝরে
দহন জ্বালা সইতে নারি।
মরণ কোলে ঢলতে পারি
তবু,মুখ ফুটে বলতে নারি।