প্রেম থেকে ভিসুভিয়াসের গর্জন হয়
হিমাদ্রির নিষাদে আগামীর নিশীথ হয়
বাজপাখিরাও প্রতিদ্বন্দ্বী হয়।
হৃদয়ের রহস্য ভেঙে পৌরানিক স্থান
জেগে ওঠে ট্রয়,অনুভূতির ভাষায় হেলেন
জেগে ওঠে দ্রাবিড় মহেঞ্জোদারো উপাখ্যান।
বসন্তের শোভাযাত্রায় মানস প্রতিমা
মেঘের বাষ্পে ফাটে মুহুর্মুহু অণুবোমা।
বাতাসের বুদ্বুদে যৌবনের বনস্পতি
সবুজ মানবজমিন রক্তাক্ত অনুভূতি।
ভ্রুণ থেকে ভ্রুণে সংক্রমিত প্রেম
অসীম ফোঁটায় ফোঁটায় ঝরে ঘাম
গ্রন্থির মূলে রক্তমাখা ক্রিসেনথিমাম।
ফেরাউন এর আগুনে ধানসিঁড়ি উত্থান
হোরাসের অন্ধকার চোখে জেগে ওঠে আজিয়ান।
রামায়ণ লিখতে থাকে কায়মনে বাল্মীকি
নেচে ওঠে দুর্যোধন ঐতিহ্যের ভানুমতি সখি।
তোমার আমার সম্মুখে বিস্তীর্ণ প্রান্তর হেঁটে যাওয়ার অপেক্ষায়
পিতা পিতামহ মাতা মাতামহ প্রেমের দীক্ষায়
সমুদ্র রহস্য ভেঙে উপত্যকার আকাঙ্খায়।
স্বত্ব সংরক্ষিত
১৯/৩/২০২৪