ভালোবাসাটা বড়োই অদ্ভুত তাই না?
কখন কাকে কোন বয়সে ভালো লেগে যায়
বলা যায় না আর ভালো লাগটা বলে
আসে না।
যখন একজনের প্রতি ভালোবাসা হয়ে যায়
তাকে মন প্রান উজার করে ভালোবাসে।
তখন তার প্রতি এমন একটা মায়া জন্ম নেয়
সে মায়া কাটানো আর সম্ভব হয় না।
তার প্রতি ভালোবাসা একটা নেশা
হয়ে যায়।
তাকে ছাড়া যে কতটুকু কষ্ট পেতে হয় তা
বলে বুঝানো যায় না।
ভালোবাসা প্রকাশ করা যায় না প্রতিটা
মূহুর্তে মূহুর্তে অনুভব করতে হয়
আর সে ভালোবাসা এমন এক জনের
সাথে যদি হয় জানে তাকে কখনোই
পাওয়া অসম্ভব।
সে ভালোবাসা মাঝে সব সময় একটা
ভয় কাজ করে তাকে হারাবোর ভয়
সে ভালো না বাসলেও
তাকে ভালোবেসে সারা জীবন পার করে
দেওয়া যায়।
তার কাছে থেকে যতোটা ভালোবাসার
আবহেলা থাক না কেন তবুও তাকে মনে
প্রানে ভালোবাসার অধিকারটা শুধু
একা নিজের।
আর সে ভালোবাসাটা এক তরফা
ভালোবাসা।