আবার রক্ত ঝরাও
শেয়ালে, শকুনে উল্লাস করুক লাশ এর গন্ধে
আবার ফিরে আসুক একাত্তর।
আমি একাত্তরের কথা বলছি
আমি মুক্তিযুদ্ধের কথা বলছি
আমি বলছি স্বাধীনতার কথা
আমি পরাধীনতার শৃঙ্খল ভেঙে জাগ্রত হবার কথা বলছি”
আমি তোমাদের কথা বলছি”
আমি বীরাঙ্গনার কথা বলছি
যার শরীরে নৃত্যরত ছিলো একাত্তরের শকুনের দল”
একাত্তর মানে কেবল বিজয় নয়, একাত্তর মানে স্বাধীনতা নয়, একাত্তর আমার বীরাঙ্গনা মা এর বোনের আর্তচিৎকার এর ধ্বনি থেকে প্রতিধ্বনি, একাত্তর আমার বীরাঙ্গনা মা এর বোনের রক্তাক্ত শাড়ির আচলে লেখা একটাই স্লোগান…….
“আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”
আমি বলছি শোষিত হৃদয়ের আর্তনাদ এর কথা
কে আছো? কে? কে? কে আছো?
অন্তত একটি শাপলার কলি, একটি নতুন ভোর
একঝাক চড়ুই, কে আছো? বলো কে আছো বলতে পারো তুমি স্বাধীন? আছে তোমার স্বাধীকার?
নেই, কেউ নেই, কিচ্ছু নেই….
কারন কিংবদন্তী নেই, মহীয়সী বাণী আওরায় না কেউই
খবরের কাগজ এখন শুধুই ঝালমুড়ি মোড়ানো ঠোঙা”
কেউ কাগজ পড়েনা, বই পড়েনা,
কেউ সুখি মানুষের কথা বলেনা,
কেউ দুঃখী মানুষের আর্তনাদ শোনেনা’
সবাই কেবল দিন বদলের কথা বলে
কেউ বলেনা মানুষ হও”
সবাই বলে ডক্টর হও, ইন্জিনিয়ার হও
মানুষ হতে গেলে কি পয়সা লাগে?
মানুষ কেনো মানুষ হতে চায়না!
আবার রক্ত ঝরাও
আবার তোমরা মানুষ হও
আবার ফিরে আসুক একাত্তর
আমি একাত্তরের কথা বলছি
আমি মুক্তিযুদ্ধের কথা বলছি
আমি বলছি স্বাধীনতার কথা
আমি বলছি মুক্তি পাগল বীর সৈনিক দের কথা”
যাদের হৃদয়ে খোদাই করা ছিলো একটাই নাম
আমার দেশ বাংলাদেশ “
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।