ভাবো গন্তব্যের কথা—আলমগীর হোসেন।
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ২৭ মার্চ, ২০২৪
-
১৮৩
Time View
রঙের দুনিয়া
যখন যাবে চলিয়া
সুযোগ পাবেনা
আসল গন্তব্যে
একই দিনে
দুপুর আর রাতের মধ্যে
করতে ব্যবধান এমন।
তাই মনা
সময় থাকতে
বুঝে চলো
এই রঙের দুনিয়াই
শেষ দুনিয়া নয়।
সামনে আছে পড়ে
যেকোনো সময়
আসবে চলে
অনন্তকাল নামক
আরেক দুনিয়া
যা হবে আমাদের
প্রকৃত ঠিকানা।
তাই ভাবো
গন্তব্যের কথা
রঙের দুনিয়া
নয় আসল ঠিকানা।।
Please Share This Post in Your Social Media
More News Of This Category