আকাশে নীল জ্যোৎস্না, মুখর সমুদ্র, ঝাউ বীথি, বালিয়াড়ি, নীল শাড়িতে অপরূপা তুমি, বাতাসে তোমার শাড়ির আঁচল উড়ছিল,
বললাম, এমন জ্যোৎসনায় আমি তোমার সঙ্গে হাঁটবো কখনো ভাবি নি,
তাই বুঝি,
ভালোবাসা কোন পথে আসে,
এই দিনটা মনে থাকবে,
থাকবে না আবার, মনের এ্যালবামে তুলে রাখলাম,
আকাশের তারারা দেখছে,
ওরা ভালোবাসার সাক্ষী,
সমুদ্র হাঁটছে,
হাঁটুক, ভালোবাসাও হাঁটছে,
জীবন সমুদ্রের মতো,
বর্ণময়, উথাল পাথাল,
জানি, তবু এর মধ্যে সৌন্দর্য আছে,
আছে তো, গতি আছে, ছন্দ আছে,
স্রোতের বিরুদ্ধে যাওয়া আছে,
জলের মতো সুর আছে,
ছন্দ আছে,
আছে তো,
এই নিয়ে বেঁচে থাকা, এই নিয়ে ঘর বাধা,
সমুদ্রের ওপার দেখা যায় না,
জীবনেরও,
তুমি আমায় ভালবাসবে তো,
বাসি তো,
ঐ জ্যোৎসনার মতো তোমাকে ঘিরে কত স্বপ্ন,
সত্যি বলছো,
হ্যাঁ তো ,স্বপ্ন ছাড়া জীবন হয় নাকি,
জীবনে জ্যোৎসনার মতো অন্ধকার ও থাকবে,
দুজনে ভাগ করে নেবো,
এই চোখ সেদিন থাকবে,
বয়স বাড়বে ,মনের চোখ নষ্ট হবে না,
রাত জেগে তারা দেখবো, স্বাতীর পাশে অরুন্ধতী কে,
তোমাকে এতো ভালবাসবো, তুমি দেখে নিও,
ভ্যাট বাজে বোকো না,
তোমাকে ভালোবেসে আমি সকলকে ভালবাসতে শিখবো,
আমি স্বার্থপরের মত ভালবাসতে শিখিনি,
আমিও,
চলো, দুজন জল ছুঁয়ে শপথ নিই,
ওরা হাতে হাত রেখে নীল জলের দিকে এগিয়ে গেল। আকাশে শান্ত চাঁদ ওদের দিকে তখন চেয়েছিল।