বসন্তের প্রথম ভোরে, হাওয়ার কানে কানে ফিসফিসানি –
`এসেছে রঙের উৎসব, এসেছে আগুনের ফুল`।
ঠিক পরম মুহূর্তে, গাঁয়ের মোড়ে, নদীর বাঁকে
জেগে ওঠে কৃষ্ণচূড়া-
যেন লাল মেঘ ছিঁড়ে ঝরে পড়েছে শাখার গহীনে।
ফুল গুলো যেন ফুল নয়,
মনে হয় রোদে পাকা ভালোবাসা
যা লুকিয়ে থাকে ডালপালার খামের ভিতরে
হাওয়ার ডাকপিয়ন পৌঁছে দেয় প্রতিটি হৃদয়ে।
যখনই চোখ মেলে এক পলক তাকাই
দেখি কোনো এক স্বপ্নবাজ চিত্রকর আকাশের ক্যানভাসে
রং ছিটিয়ে দিয়েছে –
আগুন লাল,সোনালী আলোয় গাঢ় সবুজ পাতায়
পাখিরা এসে বসে ডালে
গায় কোমল কণ্ঠে গান
যেনো প্রতিটি সুরে বলে –
`দেখো প্রেম কেমন হয় ;দেখো রং কেমন জ্বলে `।
বসন্তের কৃষ্ণচূড়া শুধু গাছ নয়
সে হলো ছয় ঋতুর এক অনন্য মুকুট।
যার প্রতিটি পাপড়ি ইঙ্গিত করে
প্রকৃতির এক প্রেমময় পত্র।