মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ চলছে। আজ বিকাল সাড়ে ৩টার দিকে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ, ছাত্রলী ও যুবলীগের গুলিতে অন্তত ১১ জন আন্দোলনকারী আহত হয়েছে।
এর আগে সকাল ১০টা থেকেই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডসহ পুরো এলাকা দখলে নেয় আন্দোলনকারীরা। এ সময় মোহাম্মদপুর থানার কাছে ২ শতাধিক ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।