সম্প্রতি যারা ভুলে, তারই রক্ত খায় ইতিহাস খুলে
জন্মই তাদের অর্জিত পাপ, উপড়ে ফেলো সমূলে।
কেউ কেউ যখন প্রশ্নবোধক হয়ে দাঁড়ায়
অভিনেত্রী নওশাবার কথা মনে পড়ে যায়
আলোকচিত্রী শহিদুল আলম দীর্ঘশ্বাস ছড়ায়
জাগে কি প্রশ্ন?
কণ্ঠশিল্পী র্যাপার হান্নান কেন কাঠগড়ায়
দুঃসাহস যখন সাহস হয়ে ফিরে আসে
জনতার রায় ঘোষিত হয় তখন ইতিহাসে।
ষোলো বছরের হিসাব, রাখছে কোন কিতাব
সময়টা তারুণ্যের যায় কি বোঝা?
না বুঝলে কঠিন, বুঝলে সোজা।
সাহসীদের লাশের গন্ধে মাতাল চোখ
ভাঙা বেহালার সুর ভাললাগে না
ভুলে যাইনি বুলেটের শব্দ, রক্তের আহাজারি
আর্তনাদে কোনো ফ্যাসিস্টেরই চিহ্ন থাকে না।