কবিতার সাথে কবির প্রেমের সংসার
প্রতিটি লাইনের ভাঁজে গড়া সুখ দুঃখের গল্প,
বারান্দায় শত শব্দে খাসা হাজার মুহূর্ত ভরা
কবি ডুব দেয় কবিতার নব জন্মানো চোখে,
কবিতার মায়াভরা মুখ খানি সাজানো কবির হৃদয়ে
কবি আঁকড়ে ধরে বাঁচার শেষ অবলম্বনটাকে।
কবিতা কবির স্পর্শের আবেশ মাখা আদর
মুহূর্মুহু ছন্দ কবির জীবনে শ্রেষ্ঠ অলংকার,
কবিতার জন্যই ঘুমহীন রাত্রির গান সুরে বাজে
কবির কবিতাও নির্ঘুম থাকে হাতছানিতে ডাকে
নির্ঝরের স্বপ্নে জেগে উঠে কবি কবিতার ডাকে।
কবির চোখে চিত্রকলার কারুকার্য বাণীতে মাধুর্য
ব্যকুল বাসনা শোভিত অনিন্দ্য সৌন্দর্য,
কবিতা কবির মানষিক শান্তি বেঁচে থাকার অর্থ,
হাজারো রাগ অভিমান তবুও চির অমর প্রেমের বন্ধন।