মিথ্যে মামলায় মাথা ঠুকেছি দ্বারে দ্বারে
অশ্রুসিক্ত চোখে ঘুরেছি যে বারে বারে।
সারাটা মাস,বছর হয়েছি শুধু নিরাশ
পাইনি যে কোথাও শান্তিতে বাঁচার আশ।
ফ্যাসিবাদীরা মুখ তুলে দেখেনি একবার
সংসারে কারো মুখে দিতে পারিনি আহার।
সারাটা বছর কাটিয়েছি ফেরারি জীবন
বিচার ব্যবস্থা ফিরে দেখেনি কোনক্ষণ।
ফ্যাসিবাদীরা বারবার করেছে যে আঘাত
তবুও মুক্তিকামিরা হয়নি তো নিপাত
বারবার করে গেছে তারা কুটকৌশল
তাদের পরাজয়ে সবাই হতবিহ্বল।
একাত্তরে পাকিরা করেছিল নির্যাতন
আজও কেন পুলিশ,বিজিবির নিপীড়ন? অতঃপর ছাত্র জনতার বিস্ফোরণ
ফ্যাসিবাদীর হলো পরাজয় ও পলায়ন।
সমাজ,জাতির সকলেই ভুলে গেছি লাজ
একে অন্যের ক্ষতি করি যে সকাল সাঝ।
আল্লাহ একেবারে দেননা যে কভু ছাড়
হোক ক্ষমতাশালী একদিন হবে অসার।
মসনদ তরে করে গেছে কূট কৌশল
তবু তারা ঘরে তুলতে পারেনি ভালো ফল
নিয়তির কাছে তাদের হয়েছে পরাজয়
তাদের ছিলো যত শক্তি সব হয় ক্ষয়।
নতুন স্বাধীনে উচ্ছ্বসিত সবার মন
অবসান হলো যে আমার ফেরারি জীবন
চাইনাকো আর ফ্যাসিবাদের উত্তরণ
তার তরে সোচ্চার থেকো সবে সারাক্ষণ।