কাজল কালো চোখের মায়ায় কাছে এসেছি
পাগল করা হাসিতে মাতাল হয়েছি,
মুগ্ধ করা রূপের ছটায় থমকে গিয়েছি,
মননের সৌন্দর্যের আকুলতায় ডুব দিয়েছি
আমি প্রেমে পড়েছি, হ্যাঁ তোমাতে মিশেছি।
শত সহস্রবার তোমার বাঁধনে জড়িয়েছি
অনুভব, আবেগ দিয়ে মুহূর্ত গুলো ভরিয়েছি,
প্রেমের রূপরস অমৃত সূধায় হারিয়েছি,
মন গহীনে প্রফুল্লতার প্রহর কাটিয়েছি
আমি প্রেমে পড়েছি, হ্যাঁ তোমাতেই মিশেছি।
ঠোঁটের কাটা দাগটার মায়ায় মজেছি
কবিতার শব্দ ছন্দে মনের মাধুরি দিয়েছি,
মিষ্টি কথা কন্ঠের মাধুর্য ভরা সুর শুনেছি,
ভালোবাসার ছোঁয়া মাখা মুখশ্রী হৃদয়ে এঁকেছি
আমি প্রেমে পড়েছি, হ্যাঁ তোমাতেই মিশেছি।