করবে হাতা-হাতি –মোঃ রুহুল আমিন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
-
১৪
Time View
মহান প্রভুর কাছে জানি
ইসলাম শ্রেষ্ট ধর্ম,
বিভক্ত আজ করছে জাতির
মন গড়া ওই কর্ম।
সত্যের প্রতি ঈমান আনা
এমন একটা জাতি,
ঈমান নিয়ে আপন গোত্রে
করবে হাতা-হাতি।
অন্ধের মতো বিশ্বাস নিয়ে
পীরের কাছে যাচ্ছে,
সেথায় গিয়ে মুরিদ হইলে
ধর্মের দীক্ষা পাচ্ছে।
সঠিক আমল করার জন্য
পীর মাশায়েখ ধরে,
সবক নিয়ে নিয়ম মেনেই
নামাজ রোজা করে।
চলার পথে এঁকে অপর
ডাকে সালাম দিয়ে,
মন ভুলিয়ে পীরের কাছে
যাচ্ছে তাকে নিয়ে।
বলছে তাকে মুসলিম তুমি
নামাজ রোজা করো,
সহি ঈমান করার জন্যেই
পীর মাশায়েখ ধরো।
কিতাব খানা জানতে হবে
পড়লে শুধুই হবে,
তপস্যা ধ্যানী পীর মাশায়েখ
সত্যোর সঙ্গী তবে।
মুসলিম জাতি এমন ভাবে
টুকরো গোত্রে গোত্রে,
কেউ বা জেনে কেউ বা মেনে
কেউ বা জন্ম সূত্রে।
পীরের নামে ধ্যানে আসর
জমছে ভন্ড মেলা,
খুব নিকটে অশনিসংকেত
হবে রক্তের খেলা।
Please Share This Post in Your Social Media
More News Of This Category