1. admin@mannanpresstv.com : admin :
অচল পয়সা __মোর্শেদা জাহান লিপি - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

অচল পয়সা __মোর্শেদা জাহান লিপি

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ Time View
আমি জন্মেছি সেই সময়ে!
তখন পাঁচ দশ পয়সার মূল্য ছিল,
আমি জন্মেছি সেই পরিবারে!
সেই বাড়ির ভেতরে তখন___
আরো একটা , ভিতর বাড়ি ছিল!
মেয়েদের শালীনতার অন্দরমহল ছিল,
সেখানে মেয়েদের আনন্দপূর্ণ জীবন ছিল।
সেখানে বাড়ির পুরুষের আনাগোনাও কম ছিল,
গুরুজনকে ভয়, শ্রদ্ধা ভক্তি ও নিয়ম-নীতি ছিল,
ভালোবাসা, সম্মান, মর্যাদা,শাসন সব পরিপূর্ণ ছিল।
এখন সেই পরিবার গুলো ডুবেছে গভীর অতলে,
নিয়ন-কানুন, নীতি, শাসন সব আইনের বইয়ে,
গুরুজনকে ভয়, শ্রদ্ধা, সম্মান গল্পের বইয়ে,
ভালোবাসা আর মর্যাদা তো অলীক!
সময়ে সব পাল্টে গেছে,
মনে হয় ওসব ছিল স্বপ্নেদেখা!
আদর-শাসন সব দেখানো এখন,
সব নতুন পরিবার এখন,
সুখের আশায় তাঁরা এখন___
হাটে-মাঠে, রাস্তা-ঘাটে, বাজারে সময় কাটায়!
হাতে হাতে কাঁচা টাকা তাই গরম দেখায়।
এখন টাকার মূল্য কমে গেছে!
পাঁচ দশ পয়সা তো অচল হয়ে গেছে!
বর্তমান সমাজে আমিও অচল হয়ে গেছি !
অন্দরমহল আর পাঁচ দশ পয়সার মতো,
আর হারিয়ে যাচ্ছি কোন এক গহীন অজানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD