সকালের সোনারোদ পালকের ভাঁজে
আঁচলভরা আদর, আবেগ দারুণ উদ্বেলে,
রক্তিম আভায় আবেশিত মুখখানি,
কি যে মায়াময় অসীম সুনীল সীমানা
আল্পনায় মিশ্রিত স্নিগ্ধ হাসির অনুরণন।
মায়াবি হাসির উচ্ছল মোহনায় ভেসে ভালোবাসা আগলাই বুকের পাঁজরে,
জড়িয়ে স্পর্শ আঁকি প্রেমের গভীরে,
প্রণয় মোড়ানো চপল চাহুনিতে বিভোর
প্রিয়তার মনোমুগ্ধ চোখ উন্মাদ ব্যকুল,
যেন আচ্ছাদিত প্রেম সঞ্জিবনী সুধা
মায়ার কাজলে জড়িয়ে চিরন্তন।
কি মায়াময় শান্ত মাধুর্য চাহুনীর জাদুতে
হৃদয়ে অভিসারে প্রণয় দোলে,
মধুপবনের বর্নীল মায়াময় প্রণয় অবগাহনে,
স্নিগ্ধ মোহময় প্রেমের ঘ্রাণে প্রাণময়
উচ্ছ্বাসে আলোকিত হৃদয় সুগন্ধিত নির্যাস।