গল্প হতাম যদি –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
-
৫৪
Time View
নদীর আমি গল্প হতাম
নৌকা হতো সাথী,
পূর্ণিমারই আলোর দিশায়
সঙ্গ দিবারাতি।
আমাবস্যার চাঁদের মত
করে নেবে বরণ,
রেখে যাওয়া গল্পকথা
পদবিলায় চরণ।
যুগান্তরের জন্য আমি
করলাম কতটুকু?
মহা জগৎ তোমার হাতে
সেজদা দিয়ে রুকু।
চাঁদ তারা যে সাক্ষী হল
সঙ্গে কারিন জ্বিন
ঠান্ডা গরম শীত বসন্তে
গল্প শেষের দিন।
ক্ষণস্থায়ী বিলাসবহুল
রবে না যে প্রীতি!
ভালো কাজের উৎসাহিত
হতে চাই যে স্মৃতি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category