তোমার আগমন ছিল
হঠাৎ জ্বলে উঠা নীহারিকার মতো
ক্ষণিকেই ঝরে গেলে
হৃদয় আকাশ থেকে।
একবার ফিরেও দেখোনি
কতোটা চাপা কষ্ট নিয়ে
দাঁড়িয়ে আছি পথের প্রান্তে
উত্তাল সমুদ্রের ঢেউ বুকে।
প্রেমকে কাছে পেতে গিয়ে
বিরহকে পেয়েছি খুব কাছে
বিরহে কাতর স্বপ্ন গুলো
কেড়ে নিয়ে ছিল নিন্দ্রাকে।
সেদিন আমার ব্যথায়
কেঁদেছিল পুরো আকাশ
তার চোখের জলে ভাসিয়ে
দিয়েছিল পৃথিবী।
সুর্যটাও সমব্যথী হয়ে
দরোজায় খিল লাগিয়ে
চুপটি করে বসেছিল সারাদিন
থেমে যায় পাখিদেরও কলতান।
হৃদয়ের পরতে পরতে জমানো
প্রেম ভেঙে খানখান হয়ে যায়
কি আশ্চর্য তবুও আমি
দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়।