কখনো অমাবস্যা কখনো পূর্ণিমা পেরিয়ে এগিয়ে যায় জীবন।
অমাবস্যা চাঁদের জন্মক্ষণ
আঁধারে ধীরে ধীরে চাঁদ পূর্ণতা পায়
ভরা পূর্ণিমায় পূর্ণিমা তিথির অপেক্ষায় থাকে পুরো পৃথিবী।
চাঁদের হাসিতে জোয়ার ওঠে সমুদ্রে
সমুদ্র উত্তাল হয় উত্তাল হয় মনও
মনেও কি জোয়ার আসে?
আসে!
জোয়ারে টালমাটাল শরীর আঁধার খোঁজে
পৌঁছে যায় চাঁদের জন্মক্ষণে ঘোর অমাবস্যায়
সুখের উন্মাদনায় পৃথিবীতে নতুন প্রাণের জন্ম হয়।
এভাবেই বাড়ে পৃথিবী।
ক্ষয় হয়ে ঝরে পরিপক্ব জীবন
পৃথিবীর ভারসাম্য বজায় রাখে জন্ম মৃত্যু।
সকল প্রাণীর ক্ষেত্রে একই,
তাই পৃথিবী স্থিতিশীল।
যতই দেখ মুখরিত জীবন আসলে
পৃথিবীতে বসবাসরত প্রতিটি মানুষ
এক একটি নির্জন দ্বীপ।