মাঝে মাঝে খুব মন খারাপ হয় ,
শীতের কুয়াশা ভরা সকালে যখন এক চাদরের তলায় আমি ,তুমি।
বর্ষার প্রথম দিনের বৃষ্টিতে আমি ,তুমি এক ছাতায়,
কিংবা সাঁঝের গোধূলি বেলায় বারান্দায় এক কাপ চায়ে যখন আমি,
তুমি এক সাথে ঠোঁট: তখন মন স্বপ্নে হারায় ,কিন্তু
পরক্ষণেই মন খারাপ হয়, যখন
বুকের গভীরের মগ্নতায় আমি খুঁজি
শরীরের ঘ্রাণ।
হঠাৎ একটা দূরত্ব এগিয়ে আসে –
স্টেশনের রেলব্রিজের তলায় সেই মানুষগুলোর
মতো অসহায় মনখারাপ কবিতার শব্দের মতো,
কষ্ট হয়।
সকল উষ্ণতার মাঝে তোমার স্পর্শ হীনতা
আমাকে বিনিদ্র করে,
একবুক অপেক্ষায় থাকি তুমি আমি
জ্যোৎস্না আলোতে ভিজবো বলে-
কিন্তু আমরা বিচ্ছিন্ন দূর দ্বীপে।
তখন মন খারাপের গভীরে কবিতারা ছন্দ হারায়।
এক আকাশ তারাদের আলোয় যখন
একখণ্ড মেঘ ছুঁয়ে ছুঁয়ে যায়,
আমার দেহ তোমার উষ্ণ পরশ চায়
এক তীব্র আলিঙ্গনের আশাভঙ্গ হয় তখন
খুব মন খারাপ হয়,
হারিয়ে যায় কবিতার শব্দ মুখরতা।
যদি কাকডাকা ভোরে তুমি এসে দাঁড়াও
এক আকাশ লাল সূর্যোদয়ের রঙে রাঙিয়ে
দেবো তোমার জীবন,
তোমার জন্য গরম কফির কাপে লেপে দেবো
মিষ্টি চুম্বন,
শীতের কাঁথায় জড়িয়ে দেবো কম্বলের উষ্ণতা,
জ্যোৎস্না স্নানে উত্তাল হবো তোমাকে নিয়ে
আর মন খারাপের বারান্দায় ভরিয়ে দেবো
বকুলের আনন্দ সুবাস।
তুমি আমি সাগর নদীর মিলন খেলায় ভরিয়ে
তুলবো শব্দে ছন্দে কবিতার আলিঙ্গন।
তোমার শরীরের ঘ্রাণে ,গভীর নিঃশ্বাসে আর
আমার উজার ভালোবাসা নিঃশেষে তোমাকে
দিয়ে আমি ভেসে যাব অসীম আকাশের নীলে;
তখন মন খারাপের নিদ্রাহীন রাত শেষ হবে
সুখের আলাপনে।