হারিয়ে যাবো চিরতরে একদিন…..
সাহারার বুকে তন্নতন্ন করে পাগলের মতো খুঁজবে,
এক মুঠো মেঘ হয়ে ভেজাবো তোমায়
তখন বুঝে নিবে মুঠো মেঘ আমি।
হটাৎ কোথাও যাবে তাড়াতাড়ি…..
শার্টের বোতাম ছিঁড়ে হারিয়ে গেলো,
তখন আমায় বড্ড মনে পড়বে!
তখন বুঝে নিবে খুঁজে পাওয়া বোতামটা আমি।
প্রচণ্ড গুমোট গরমে অতিষ্ঠ তুমি….
খুব মনে পড়বে গো আমায়!
ললাট কপোল নাক ঘেমে ফোঁটা ফোঁটা ঘাম
বক্ষ বেয়ে মৃত্তিকা ভেজাবো,
ভেবে নিবে ঘামের ফোঁটা আমি।
প্রবল বাতাসের ঝাপটায়…
বালুর কণা পড়ে নয়নে হাত বুলাবে,
লাল টকটকে অক্ষি বেয়ে অশ্রু ঠোঁটে ছুঁয়ে যাবে,
ভেবে নিবে অশ্রু ও বালুর কণা আমি।
মাঝরাতে দুঃস্বপ্নে ঘুম ভেঙে গেলে….
পানির তৃষ্ণায় ক্ষুধায় ক্লান্তিতে ছটফট,
দ্রুত খেতে গিয়ে হেঁচকি ওঠে,
তখন ভেবে নিবে হেঁচকি আমি।
হয়তো ঘুম আসছে না…..
বেলকনিতে অবিচল দাঁড়িয়ে,
আকাশের তারা খসে পড়ে উধাও
আলেয়া ভেবে দৌড়ে পিছুডাক দিবে না,
ভেবে নিবে খসে পরা তারাটা আমি।
কখনো আমাকে খুঁজবে না….
অভিমানে হারিয়ে গেলে আর ফিরে আসে না!
শুধু শুধু মরিচীকার পিছনে দৌড়ে
মূল্যবান সময় নষ্ট করবে কেনো প্রিয়ে?
বাম পাঁজরের এক কোণে হয়তো থাকবো আমি!!
সংরক্ষিত কাব্য গ্রন্থ ( অলিক স্বপ্ন)