চোষো, যত ইচ্ছে চোষো লীলাবতী রস
নিজের ভেতরে পোষো জীবাশ্মের কস।
মৃন্ময়ী ঠোঁট দিয়ে যদি পারো সবটুকু
করো আস্বাদন
জলকে কাঁদতে দাও মরুভূমি যেমন কাঁদে
বালির বেদনা শুনে।
খা খা কয়লা হয়ে যাক মাটির শরীর,
জলহীন মাটির পয়োমন্ত শরীর।
মাটিও বিরহ বোঝে
সেও জানে চৌচির হয়ে যাওয়া বুক
আগুনের হলকার মতো কত নিষ্ঠুর।
চোষো, সবটুকু গিলে খাও, পাপ তাপ সব
নিজেকে পুষ্ট করো
দুষ্ট মেঘের মতো বাষ্প খেয়ে খেয়ে
বৃষ্টির মতো শয্যা পেতে দাও
ভিজুক জলবতী ঘাস ভিজুক রূপবতী কাশ
ভিজুক পরবাসী যমজ উদ্ভিদ
সঞ্চারিত হোক উর্বশী প্রাণ
রূপে গুণে বিকশিত হোক উন্মাতাল ধরা
জ্বরাগ্রস্থ পৃথিবী পাক প্রতিদান।
চোষো,
জিভ দিয়ে চোষো, আবার উগরে দাও
কী লাভ ছাইপাশ আদিগন্ত ভেবে
ধারণের সুখ দুহাতে বিলাও
গ্রহণের দুঃখ বুকে নিয়ে নিঃশ্চিন্তে ঘুমাও।