তবুও ঘন কালো মেঘের আবির্ভাব
বিজয়ের ডঙ্কায় যদিও কিছুটা হলেও
শান্ত হয়েছে কুচক্র প্রহেলিকা ।
তবুও বারবার আছাড় খেয়েছি
বায়ান্ন,একাত্তর, নব্বুইয়ের
অকল্যানের দুর্বোধ্য কুহেলিকায়,
চব্বিশ এনে দিয়েছে অসিম সাহস
কৈশোরের রক্তে ধ্বনিত ভরসা
তবুও চলছে খোলা বিদ্যালয়, কলেজ
ভার্সিটির বন্ধ দরজায় ট্রাফিকের কর্মশালা ।
আর রাতের গভীরে লাঠি হাতে পাহারা
মাথায় বাঁধা লাল সবুজের পতাকা
সাঈদ,, মুগ্ধদের রক্তের দাগ ভুলা যায় না।
ইতিহাসের মহামুক্তির সংগ্রামে
অবিনাশী ধ্রুবতারা ওরা।
ফের যদি নিকষ আধাঁরে
আসে কোন মৃত্যুর ঘনঘটা
ছেড়ে দেব না আমরাও আর
অমানুষ হতে বাধ্য করো না।
তাই সাহস দিচ্ছি এগিয়ে চলো তোমরা
ন্যায় ও সভ্যতার ভিত্তিতে
আদর্শিক মানবীয় সৃষ্টিশীলতায়
গড়ে তোল সোনার বাংলা নব
অঙ্গিকারে।