সময়ের আবর্তনে সাগর হয় নগর, নগর হয় নদী
এঁকে বেঁকে ছুটে চলে, ভাঙ্গে আর গড়ে নিরবধি!
স্মৃতির পাতায় আজো দেখি হায়, একা নিরালায়,
অলস প্রহর গুনি, শুন্যে দৃষ্টি আবীরের নীলিমায়!
নিয়তি প্রতিনিয়ত করে খেলা, গড়ে নব্য ইতিহাস
আনমনে ভাবি, এটাই কি ছিল আমার অভিলাষ?
ক্ষুদ্র এ জীবনে পেলাম কত শত্রু, মিত্র, বন্ধু স্বজন,
হয়নি জানা, মোর প্রীতি পেয়ে সিক্ত হয়েছে কজন!
শৈশবে ছিল কত শত গুণগ্রাহী মোর ভালো’র তরে,
যৌবনে এসে পেয়েছি কত সঙ্গী সুজন প্রীতির ডোরে।
রয়েছি জীবনের গোধূলি বেলায় আজি একা দাঁড়িয়ে
সিক্ত নয়নে রিক্ত বদনে আমি বার্ধক্যে সর্বস্ব হারিয়ে।
যবে এসেছিনু এই ধরণীতলে, ছিলাম শুধু একা,
হে খোদা পেতে চাই তাই, যাবার আগে সবার দেখা!