আমার একটা পৃথিবী চাই যে পৃথিবী কখনো আমায় কাঁদাবেনা-
পৃথিবীর চোখে চোখ রেখে বাকিটা সময় পাড় করে দেবো।
আমার একটা নদী চাই যে নদীতে সাঁতার না জানলেও ডুবে যাবোনা-
আমার এমন একটা আকাশ চাই যে আকাশের সূর্য কখনো আমায় পোড়াবে না।
আমার একটা স্বপ্ন পূরণ করা চাই যে স্বপ্নের ভোর হবে কখনো রাত হবে না।
আমার এমন একটা হৃদয় চাই যে হৃদয়ে অন্য কারো স্থান নেই অন্য কারো আঁচড় নেই।
আমি এমনই বৃষ্টি চাই যেন শতজনমের কষ্ট ধুয়ে যায় মিলিয়ে যায় আঁধার কালো।
আমর ইচ্ছে দ্বা-রের এমন একজোড়া চরণ চাই যেন সে চরণে সব পার্থনা নিবেদন করতে পারি।
আমিটা এমন অনেক কিছু চায় যে চাওয়ার মাঝে কোনো অতৃপ্তিতা না থাকে।
আমি এমনই রক্ষা কবজ চাই শত বাঁধা অতিক্রম করে আমায় আগলে রাখবে।
আমার এমনই বটবৃক্ষ চাই যার ছায়ায় নির্ভয়ে নিদ্রা যেতে পারি কালের পর কাল।
আমার এমন একটি পাখি চাই য়ে পাখির ডানায় চড়ে বিশ্বচরাচরের সবটা দেখবো-
আমার এমন একটি চাঁদ চাই যার ললাটে শুধু আমার ওষ্ঠদ্বয়ের স্পর্শ মিলবে-
আমার এমন একটি ভূমি চাই যেখানে শুধু আমার সৃষ্টির ফসল ফলবে।
আমি এমন ভাবেই হাসতে চাই যে হাসিতে ফুলের ও জলের রং খেলা করবে।
আমি এমনই ধ্যানে মগ্ন হতে চাই যে ধ্যানে ঈশ্বর নিজেই ধরা দিবে।