আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: মনোহরগঞ্জে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে নাথেরপেটুয়া বাজার ব্যবসায়ীমের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার ১৪ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী নাথেরপেটুয়া ইউনিয়ন সভাপতি, মাওলানা আবদুল গোফরানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ ব্যবসায়ী ফোরামের সহ সেক্রেটারী এবং মনোহরগঞ্জ উপজেলা পরিষদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবী।
ইসলামী ব্যাংক নাথেরপেটুয়া উপ শাখার শাখা ব্যবস্থাপক আবদুল বাতেন, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক রেজাউল করিম,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খিলা ইউনিয়ন আমির মাওলানা আবদুর রহিম, নাথেরপেটুয়া ব্যবসয়ী ফোরামের আহ্বায়ক আলী হোসাইন,
বাংলাদেশ ইসলামী আন্দোলনের নাথেরপেটুয়া ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান মামুন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, আবদুল বাতেন, নাথেরপেটুয়া জামায়াতের সহসভাপতি শাহাজান পাটোয়ারী, ইসলামী ছাত্র শিবিরের মনোহরগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের।
বক্তারা বলেন ন্যায় এবং সততার সাথে ব্যবসা পরিচালনায় দুনিয়া ও আখেরাতের কল্যাণ রয়েছে। মজুদদারী বা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দেয়া ব্যবসায়ী কখনোই মুমিন হতে পারবেনা। অধিক মুনাফা না করে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন এখন থেকে কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেয়া হবেনা। বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল চাঁদাবাজদের প্রতিহত করে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।