1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জের কৃতি সন্তান কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নব নির্বাচিত পি পি এডভোকেট কাইমুল হক রিংকুকে সংবর্ধনা - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

মনোহরগঞ্জের কৃতি সন্তান কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নব নির্বাচিত পি পি এডভোকেট কাইমুল হক রিংকুকে সংবর্ধনা

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা :
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ Time View

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা : মনোহরগঞ্জ উপজেলার কৃতিসন্তান কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নির্বাচিত হওয়ায় এডভোকেট কাইমুল হক রিংকু কে কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়া একই সময় এডভোকেট দেওয়ান সামছুল হক এবং আজহারুল ইসলাম লিটন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর(এপিপি) নিযুক্ত হওয়ায় সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার রাত ৮টায় কুমিল্লা নগরীর একটি কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত ৩ অতিথিকে মনোহরগঞ্জ জনকল্যাণ সমিতির পক্ষে সমিতির বর্তমান ও সাবেক সভাপতি সাধারণ সম্পাদকগণ ফুল ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা প্রদান করেন। একই সময় মনোহরগঞ্জ প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ পাবলিক প্রসিকিউটর পি.পি অ্যাডভোকেট কাইমুল হক রিংকুকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন।

কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি এ কে এম মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস ছালামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি গোলাম সরওয়ার মজুমদার, সৈয়দ শাহাদাত হোসেন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম নাছির, সহকারী সেক্রেটারী জসিম উদ্দিন পাটোয়ারী, অধ্যাপক জাহাঙ্গীর আলম, ধীরেন্দ্র কিশোর মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, সদস্য হারুনুর রশিদ ভূঁইয়া, জিএম আহসান উল্লাহ, আশিকুর রহমান রাব্বানী, ওমর ফারুক ও সাফায়েত স্বজলসহ প্রমুখ।
মনোহরগঞ্জ উপজেলার যে সকল নাগরিকগণ কুমিল্লায় বসবাস করেন তাদের নিয়ে গঠিত কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৫ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে অদ্যবধিপর্যন্ত কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির সকল কার্যক্রম অরাজনৈতিক ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে করা হচ্ছে। আমাদের সংগঠনের কোন সদস্যের যে কোন সাফল্যে আমরা সবাই উচ্চাস্বিত হই। আজকের এ আয়োজন তারই একটি অংশ বিশেষ।
বক্তারা আরো বলেন, মনোহরগঞ্জ উপজেলার সন্তানগণ কুমিল্লাসহ সারা দেশে সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে পিপি ও এপিপি পদে ৩জন মনোহরগঞ্জের গর্বিত সন্তান নিযুক্ত হওয়ায় মনোহরগঞ্জ বাসী গর্বিত।
আমাদের এ সংগঠনটির মাধ্যমে কুমিল্লায় অবস্থানরত মনোহরগঞ্জের যে কোন মানুষের সুখে-দুঃখে সম্মিলিতভাবে পাশে থাকার চেষ্টা করা হয়। এছাড়াও মনোহরগঞ্জ উপজেলার যে কোন দূর্যোগে আমাদের সামর্থ অনুযায়ী পাশে থাকার চেষ্টা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD