আবু ইউসুফ
‘সৃষ্টি যার আইন চলবে তার’ -পবিত্র কুরআনের এ আয়াতকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান।
কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। তিনি বলেন, জামায়াতকে নিয়ে অনেক অপপ্রচার চালানো হচ্ছে। এসব মিথ্যা অপপ্রচার মোকাবিলায় জামায়াতের প্রত্যেক কর্মীকে প্রতিটি মানুষের কাছে, প্রতিটি ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে।
মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমীর ডাঃ মুহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নুরুল আমিন ও সাবেক ছাত্রনেতা কেফায়েত উল্লাহ কাশফীর পরিচালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিজনেস ফোরামের সহকারী সেক্রেটারি মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ, কুমিল্লা জেলা দক্ষিণ অফিস সেক্রেটারী মোঃ সরোয়ার কামাল, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান, সহ-সেক্রেটারি গাজী সাইফুল বারী তুহিন ও আব্দুল্লাহ আল নোমান।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা শাহ আলম, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুর মোহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে সম্প্রতি মৈশাতুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যবসায়ীকে আর্থিক সহায়তা করেন অতিথিবৃন্দ।