লজ্জিত হওয়া উচিত প্রতিটি কৃতকর্মের জন্য
ঘৃণিত হওয়া উচিত কাদের অনুসারী এটা ভেবে
আফসোস হওয়া উচিত জীবনে কতটা ভুল করেছো
অনুশোচনা হওয়া উচিত কাদের পদলেহনে মত্ত ছিলে
সংশোধন হওয়া উচিত অতীত ভুলের প্রায়শ্চিত্ত করে।
হে সুশীল হে জ্ঞানী আগে কোথায় ছিলে?
চোখ-মুখ বেঁধে সব অন্যায় তো হজম করেছো
এতদিনে হুঁশ ফিরে এলো আফসোস আর হতাশায়?
ধ্বংস হওয়া মৃত্তিকা থেকে ফসিল রচনা করো
উর্বর মানবতা পুড়ে ছাই হয়েছে সেখানে ফুলের সুভাষ চাও
মানবতা পুনরুদ্ধারে কতটুকু অবদান ছিল তোমার
তবে কোন অধিকারে ঘৃণা ছড়িয়ে তুমি সাধুর ভান ধরো?
গর্তের মাঝে টুপ করে ঢুকে চিনির খুঁজে-
পিপীলিকার বহরে বেড়িয়ে আসো পুরোটাই লুফে নিতে,
অথচ যারা চিনি তৈরি করেছে তাদের কতটা কষ্ট হয়েছে
তা বুঝো?
সুযোগ সন্ধানী চিরকালই সুযোগ খুঁজে লুফে নিতে
আপনি বাঁচলে বাপের নাম এই প্রবাদের অনুসারী
খেয়ে পড়ে খুব রিষ্ট পুষ্ট হয়েছি অন্যে বাঁচুক বা মরুক
তাতে কি?
এখন স্বার্থে টান লেগে গেলো বুঝি
ঝোলা ভরছে না আগের মতোই
তাই সুশীল ফিরে এসেছে?
অনুর্বর মানবতায় উর্বর হওয়ার প্রক্রিয়া চলছে
তারপর ফুলের চারা রোপণ হবে
একে একে হরেক রকমের ফুল ফুটবে
তারপর ফুলের সুভাষে চারিদিকে উন্মাদ ছড়াবে।
হে সুশীল তুমি গর্তে ছিলে গর্তেই থাকো
তোমার বিবেক জাগ্রত করার কোন দরকার নেই
যদি পারো বায়ু দূষণে নয় বায়ু নিষ্কাশনে
শান্তি ফিরিয়ে আনো আমরা শান্তি চাই।।