নিজের প্রতি করেছো যারা
জুলুম অবিচার।
নৈরাশ হওয়ার নেই যে কারণ,
বারণ হতাশার।
নবীর কাছে ওহী আসে
সূরাতুল যুমার।
দয়াময় চেয়ে আছেন
তোমার ফিরে আসার।
তওবা করে ফিরে এলে
গুনাহ হবে মাপ।
সূরা ফোরকানে
আরও বলে,
তওবা করে ঈমান এনে
সৎকর্মের ফলে–
পূণ্যে রুপান্তরিত হবে
তোমার সকল পাপ।