তওবা মানে,
রবের নিকট ফিরে আসা।
তওবা মানে,
পাপের কথা স্মরণ করে
চোখের জলে ভাসা।
তওবা মানে,
নত হয়ে অনুতপ্ত হওয়া।
তওবা মানে,
লজ্জিত হয়ে রবের কাছে
পাপের স্বীকার উক্তি দেওয়া।
তওবা মানে,
করবো না আর পাপ
রবের নিকট চেয়ে নিবো মাপ।
তওবা মানে,
রবের আদেশ নিষেধ করবো পালন।
তওবা মানে,
একত্ববাদে করবো বিশ্বাস আর
অন্তরে করবো তাহা লালন।
তওবা মানে,
ছাড়তে হবে গীবত।
তওবা মানে,
মিথ্যা কথা না বলার করতে হবে শপথ।
তওবা মানে,
হিংসা বিদ্বেষ মনের মাঝে কভু নাহি আসে।
তওবা মানে,
রাত দুপুরে রবের ভয়ে অশ্রু জলে ভাসে।
তওবা মানে,
মন্দ চিন্তা কভু নাহি আসে।
তওবা মানে,
পরের সুখে হৃদয়টা যে হাসে।
তওবা মানে,
দানের হাত গরীব দুখীর পাশে।
তওবা মানে,
সহজ-সরল জীবনযাপন পরকালীন সুখের আশে।
তওবা মানে,
পাপ পঙ্কিলতা মুক্ত জীবন যাপন জান্নাতে মাওলার দিদারের আশে।