পুরুষ মানুষের দুঃখ- কষ্ট, আসলে কেউ বোঝে না…
সমাজে একজন পুরুষ মানেই যেন এক নিঃশব্দ যোদ্ধা। ঘরের হাল, সংসারের চাপ, বাইরের লড়াই—সবকিছুই সে হাসিমুখে সহ্য করে যায়। কাঁদতে নেই, ভেঙে পড়া মানা, কারণ সে তো “পুরুষ”!
অথচ বুকভরা কষ্ট নিয়ে অনেক রাতই কেটে যায় নিঃশব্দে।
কেউ প্রশ্ন করে না, “তুমি কেমন আছো?”
একজন পুরুষ ক্লান্ত হলেও তাকে দায়িত্ব পালন করতেই হয়, কষ্ট পেলেও তাকে শক্ত হতে হয়। কারণ তার কান্না কেউ দেখে না, দেখলেও বুঝে না।
এই সমাজে পুরুষের দুঃখ যেন এক বোবা কান্না—যা চিৎকার করে না, তবুও গভীরভাবে ব্যথা দেয়।
সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি। পুরুষের আবেগও মানুষিকতার অংশ, সেটাকেও সম্মান দেওয়া দরকার।
প্রতিটি পুরুষের প্রতি শ্রদ্ধা, যাদের না বলা হাজারো গল্প চোখে পড়ে না—তবুও তারা সবকিছু চেপে রেখে হাসে।