এইচ এম শাহরিয়ার কবির:
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় দূর্বিত্ত কর্তৃক অবাধে গাছের তাল কাটার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (১৮ মে ২০২৫) ইং তারিখ আনুমানিক বেলা ২:০০ টার সময় নলছিটি উপজেলার মগর ইউনিয়নের মগর গ্রামের মীরবহর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বিত্তরা জোর পূর্বক তাল কেটে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় মগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল সরদার (৬০) ও তার ছেলে মাইনুল সরদার (২১) কাউকে না জানিয়ে মীরবহর বাড়ির তাল গাছ থেকে অসংখ্য তাল পারতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী তাদের বাধা দিলে বাবুল সরদার ও তার ছেলে হুমকি দিতে শুরু করে। এ সময় এলাকাবাসী তাদের ধাওয়া দিলে তারা কিছু সংখ্যক তাল রেখে বাকি তাল নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ এর আগেও তিনবার জোরপূর্বক তাল কেটে নিয়ে যায় বাবুল সরদার ও তার ছেলে মাইনুল সরদার। এ বিষয়ে মীরবহর বাড়ির মোঃ বাদশা মীরবহরের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, এর আগেও বাড়ির বিভিন্ন ফলের গাছ থেকে অবাধে কাউকে না জানিয়ে জোর পূর্বক ফল পেরে নিয়ে যায় তারা। এ বিষয়ে তাদের বিরুদ্ধে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের চেষ্টা করছেন তিনি।