ক্ষুধা যখন হাড়ে হাড়ে বাজে ঢাক,
অন্নহীন পেট কাঁদে আগুন হয়ে,
তবু তিনি ভাঙেন না—
ভিক্ষার থালা হাতে নেন না,
কারণ আত্মসম্মান তার কাছে
অন্নের থেকেও পবিত্র।
ঝুঁকে গেছে শরীর,
কম্পিত হাতে বোঝার ঝুড়ি,
চোখে কেবলই সময়ের ধুলো,
তবু মনের ভেতর বজ্রের মতো গর্জন—
“আমি মানুষ, আমি ভিক্ষুক নই।”
সমাজ তাকিয়ে থাকে নির্বাক,
কেউ করুণা ছুঁড়ে দেয়,
কেউ অবজ্ঞার দৃষ্টি,
কিন্তু তিনি দাঁড়িয়ে থাকেন নিজের মতো—
অগ্নির শিখা হয়ে,
ঝড়ে ভাঙা গাছের শেকড়ের মতো।
হে মানুষ, শিখো তার থেকে!
জীবনের মাপে খাদ্য নয়,
জীবনের মাপে সম্মান,
যা মৃত্যুর দিন অব্দি বাঁচিয়ে রাখে মানুষকে অটল।
তিনি প্রমাণ,
ক্ষুধা কেবল শরীরকে কষ্ট দেয়,
কিন্তু আত্মসম্মান—
সে হলো মানুষের অমর শক্তি,
যা হারালে বেঁচে থাকাও মৃত্যু হয়ে যায়।