মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
মনোহরগঞ্জ থানার উদ্যোগে ওপেন হাউসডে এবং
আসন্ন শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার থানা চত্বরে অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী। এসময় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, সাংবাদিক আবুল খায়ের, জামায়াতের যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আবদুস সালাম, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা সহিদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ নিজাম উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোহরগন্জ উপজেলা শাখা সভাপতি মাওলানা আহমদুল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রণজিৎ চন্দ্র মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে ইউনিয়ন ভিত্তিক সামাজিকভাবে প্রতিরোধের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া আসন্ন শারদীয় দুর্গা পূজায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ করা হয়।