আমার কাব্য দুঃখগাঁথার, তোমার কাব্য সুখী,
আমার কাব্য আমাবস্যার, তোমার চন্দ্রমুখী।
আমার কাব্য বিরহ কালের, তোমার কাব্য মিল,
আমার কাব্য চোখের পানির, তোমার ঝর্ণানীল।
আমার কাব্য সুরের নয় তো, তোমার কাব্য বাঁশি,
আমার কাব্য ছন্দ হারার, তোমার ছন্দরাশি।
আমার কাব্য গায়ের জ্বালার, তোমার কাব্য রীতি,
আমার কাব্য ঝগড়াঝাঁটির, তোমার প্রণয়তিথি।
আমার কাব্য দেনার ধারের, তোমার কাব্য লাভ,
আমার কাব্য কবি নজরুল, তোমার রবির ভাব।
আমার কাব্য আপন মনের, তোমার কাব্য মালা,
আমার কাব্য জলাঞ্জলির, তোমার বিয়ের ডালা।
আমার কাব্য মরুর বালুর, তোমার কাব্য ফুলে,
আমার কাব্য চৈত্র ফাটার, তোমার বাসর দুলে।
আমার কাব্য নয় তো জোয়ার, তোমার কাব্য ঢেউ,
আমার কাব্য হারিয়ে যাবার, জানবে না খোঁজ কেউ।