চাঁদের আলোও নই,
আমি শুধু সাধারণ প্রাণ,
তবু হয়েছি তোমারই অতিথি জান।
অবহেলার ভিড়ের ভেতরেও,
ভালোবাসা মুছে যায়নি কভু,
ক্ষণিকের মতো এলেও আমি,
স্মৃতির পাতায় থাকবো সবু।
নিঃসঙ্গতাকে বুকে ধরে,
শিখেছি বাঁচতে নিজের ভরসায়,
সততাই আমার অটল শক্তি,
তোমার স্মৃতিই প্রার্থনায়।
যদি কোনোদিন ফিরে আসো,
দেখবে আমায় অপেক্ষায়,
চোখের স্নেহ, হৃদয়ের আশ্রয়,
চাই কেবল সেই নির্ভরায়।
স্মৃতির পাতা হৃদয়ে বাঁধা,
প্রতিটি কথায় তোমারই গান,
বেদনার মাঝে হাসি লুকানো,
তবু আশা মুছবে না প্রাণ।
হোক না দেখা দূরে কোথাও,
এই অতিথি থাকে দোরগোড়ায়,
একদিন যদি ডেকে ফেরাও
মনটি খুলে দাঁড়াবো সদায়।