ছান্দসিক স্বর’
অস্তরাগের অন্তমিল
কারুময় নান্দনিক ঝিল।
সারসির ঠোঁটের মত সুচারু,
ধারালো–
গভীর কূপে জীবন্ত দগ্ধ জীবাশ্ময়-
সময়ের পালাবদলে স্পষ্ট বা
অস্পষ্ট মোমের মূর্তি!
প্রেম পর্ব কখনো হয়তো অভ্যাস,
কখনো বা বিমূর্ত অনুরাগ!
আবেগের নীল আকাশ–
নিশ্চুপ দুপুরে শেষের কবিতা
নদী জলের উচ্ছ্বাস,
পাখিদের মুখোমুখি বসে থাকা
কথা বলা,সুর বাধা
গাছের ডালের ঝরা পাতা–
অনুপস্থিত প্রেম হাত বাড়ায়
অসীমের পথে,কাব্যিক উদারতায়
সজ্জিত করে বিগত প্রেমময়
নির্লিপ্ত আবহকে–
এখনো জানিনা কোথা হতে উৎসারিত
হয়েছিলো অকৃত্রিম ভালোবাসার
অপুষ্ট সংবেদনশীল গল্প,
নির্মাতা হয়ে ফেঁসে গেছি
জন্মান্তরে অচেনা বৈরাগ্যে স্বল্প।
নীল অপরাজিতা প্রভা ছড়ায়
দক্ষিণা বাতায়ন সুবাসে ভরায়,
বিরতিতে প্রেম বনবিথির
চূড়ায় চূড়ায় ঘুরে বেড়ায়
পরিযায়ী পাখির পালক জড়িয়ে।