ছন্দ কি আর কম জানি, লিখি ছন্দের তালে,
তাই বলে ভেবো না, চুমো দেব তোমার গালে।
আজ কেবল দুঃখ জাগে, ঝরছে অশ্রু ঢালে।
ভাবিনি কখনো যুক্ত হবে, এমন দুঃখ পালে।
তোমার সাথে কাটানো দিনে, ছিল কত হাসি,
সেই হাসিতে রঙিন হতো, কবিতা রাঙা চাষী।
কিন্তু যেদিন ভেঙে দিলে, ভরসার সেই বাঁধন,
শূন্য হৃদয়ে চলছে এখন, মেঘ ভাঙা রোধন।
ভালোবেসে লিখতাম আমি, কবিতারই পাতা,
তুমি সেথায় আনতে দিলে, বিরহ দুঃখ ব্যথা।
আজ আর লিখি না আমি, মধুর প্রেমের গান,
লিখছি শুধু ভালোবাসার, দুঃখের প্রেম বান।
তোমার পথে চেয়েছিলাম, হবো আমি সাথী,
আমায় রেখে ধরলে গিয়ে, বলো কোন রথী?
তাই বলি ছন্দের মাঝে, নেই আর মধুর আশা,
প্রেম শুধু ফেলে দিলো, অশ্রুতে ভেজা ভাষা।
ছন্দে ভরে গড়বো আমি, বিচ্ছেদেরই ভাবনা
হৃদয় পোড়া কয়লার আগুন, কেউ দেখবেনা।
নিলখী! হোমনা!! কুমিল্লা!!!
২৮!০৯!!২০২৫!!!