1. admin@mannanpresstv.com : admin :
জীবনের সমীকরণ -সারোয়ার মাহিন - মান্নান প্রেস টিভি
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

জীবনের সমীকরণ –সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ Time View
‎জীবনের এক কঠিন সমীকরণে আমি দাঁড়িয়ে আছি,
‎চারপাশের দৃশ্যপট যেন ধসে পড়ছে ধীরে ধীরে,
‎ভাঙা সেতুর ওপারে দাঁড়িয়ে থাকা একাকী পথিকের মতো
‎মনে হয়—আমিই কেবল এই ভগ্নচিত্রের একমাত্র সাক্ষী।
‎সবকিছু একে একে ভেঙে যাচ্ছে—
‎স্বপ্নের কাচের জানালা, বিশ্বাসের কাঠের দরজা,
‎যে বন্ধুত্বের উঠোনে আমি হেসেছি একদিন,
‎আজ সেখানে কেবল ধুলো আর শূন্যতার খেলা।
‎কখনো অকারণেই কান্না আসে—
‎যেন বুকের ভেতর কোনো অদৃশ্য সমুদ্র
‎অশ্রুর ঢেউ তুলে ভেঙে যাচ্ছে তীরের বাঁধন।
‎এই কান্না আমার দুর্বলতা নয়,
‎বরং জমে থাকা ঝড়ের নিঃশব্দ বৃষ্টি।
‎প্রতিদিন একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলছি।
‎মাঝে মাঝে মনে হয়—সব ছেড়ে পালিয়ে যাই কোথাও,
‎একটা নদীর ধারে, পাহাড়ের ছায়ায়,
‎যেখানে আমার ভেতরের এই ক্লান্ত পাখিটি
‎ডানা মেলে শান্ত আকাশে উড়তে পারে।
‎ভবিষ্যৎ দেখতে পাচ্ছি কুয়াশার মতো অস্পষ্ট।
‎নিজের আলোকিত ভাবনাগুলোও এখন অন্ধকারের হাতছানি।
‎চারপাশে এত মানুষ তবুও আমি
‎গভীর নিঃসঙ্গতায় ডুবে আছি।
‎তবুও প্রতিনিয়ত ভাবছি একদিন সব ঠিক হয়ে যাবে
‎কিন্তু আমি জানি সব ভাবনায় আমার মরীচিকার মতো কোনদিনই আর ঠিক হবে।
‎হয়তো সব পিছনে ফেলে চলে যাব অজানার ডাকে ভাবনাহীন জগতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD