1. admin@mannanpresstv.com : admin :
সৃষ্টিশীলদের সংসার হয়না -সারোয়ার মাহিন - মান্নান প্রেস টিভি
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন

সৃষ্টিশীলদের সংসার হয়না –সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View
‎সৃষ্টিশীল মানুষদের সংসার যেন সবসময় অপূর্ণ থাকে।
‎ওরা চাইলেই গড়তে পারে না এক নিখুঁত ঘর,
‎কারণ তাদের হৃদয় বাঁধা থাকে স্বপ্নের অচেনা আকাশে,
‎তাদের আত্মা খুঁজে ফেরে রঙের আলো,
শব্দের প্রতিধ্বনি,
‎যা সংসারের দেয়ালে জায়গা পায় না।
‎ওরা প্রেমে পড়ে গভীরতর নদীর মতো,
‎কিন্তু সেই প্রেমও গড়তে পারে না সেতু,
‎বরং ভাঙা ঢেউ হয়ে ছিটকে পড়ে দূর অচিন তটে।
‎তাদের ভালোবাসা সীমাহীন,
অথচ সংসার সীমার মধ্যে বাঁধতে চায়,
‎এখানেই সংঘর্ষ—
‎ভালোবাসার গভীরতা আর সংসারের দাবির টানাপোড়েন।
‎সৃষ্টিশীলদের সংসার ভাঙে,
আবার সেই ভাঙনের ভেতরেই জন্ম নেয়
‎নতুন কবিতা, নতুন সুর,
নতুন রঙে মোড়া এক অদ্ভুত জগৎ।
‎তাদের চোখের জল শুকিয়ে যায় ক্যানভাসে,
‎তাদের ব্যথা রূপ নেয় গানে,
‎তাদের নিঃসঙ্গতা হয়ে ওঠে মানুষের চিরন্তন প্রার্থনা।
‎আসলে, সৃষ্টিশীল মানুষদের সংসার যদি পূর্ণ হতো,
‎তাহলে হয়তো পৃথিবী এত গান,
এত কবিতা, এত শিল্প হারিয়ে ফেলত।
‎তাদের ভাঙা সংসারই পৃথিবীকে উপহার দেয়
‎অমর সৌন্দর্যের আলো—
‎যা সাধারণ জীবনকে ছাড়িয়ে ছুঁয়ে যায় অনন্ত সত্যকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD